মরিচ
মরিচ এক ধরনের মশলা যা পৃথিবীর সর্বত্র রান্নায় ঝাল স্বাদের জন্য ব্যবহার করা হয়। শরীরের খারাপ কোলস্টেরল কমাতে সাহায্য করে। কাচা মরিচ আয়রনের একটি অন্যতম উৎস। এতে রয়েছে ভিটামিন এ যাহা হাড় ও দাঁত এবং মিউকাস মেমব্রেন কে ভালো রাখতে সহায়তা করে। কাচা মরিচের বিভিন্ন উপাদান রক্তে শর্করা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।
শুকনা মরিচে থাকা পটাসিয়াম উচ্চ রক্তচাপ কমায়, ক্যাপাসাইসিন বিপাক্রিয়া ঠিক রেখে ক্যালোরী ঝড়াতে কাজ করে এবং শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রক্ত নালীর যে কোন ধরনের ব্লক প্রতিরোধ করে।
Showing the single result